প্রযুক্তি খাতের শীর্ষ ৫ শক্তিশালী কর্মকর্তা...

দিন যতই যাচ্ছে, প্রযুক্তি ব্যবসার পরিধি তত বাড়ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বাড়ছে প্রতিযোগিতা। কার আগে কারা শীর্ষ অবস্থানটি ভাগিয়ে নেবে এ নিয়ে। এ জন্য প্রায়ই প্রযুক্তির নতুন নতুন ব্যবসায় ঝুঁকতে দেখা যায় অনেক প্রতিষ্ঠানকে। অনেকে আবার বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে নিচ্ছে। প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন একেকজন। যে যত সফল হচ্ছেন, তিনি তত হয়ে উঠছেন প্রভাবশালী। প্রযুক্তি খাতের শীর্ষ পাঁচ শক্তিশালী হর্তাকর্তার কথা থাকছে এখানে—



1.অ্যান্ড্রু জ্যাসি
প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাজন ওয়েব সার্ভিস
আমাজনের সবচেয়ে লাভজনক ব্যবসায়িক শাখা হচ্ছে আমাজন ওয়েব সার্ভিস। আর সেই দলেরই নেতৃত্ব দিচ্ছেন অ্যান্ড্রু জ্যাসি। বলা চলে, বর্তমান প্রযুক্তি শিল্প খাতের খুব চৌকস একটি দল তাঁর অধীনে কাজ করছে। আর তাঁরা বেশ অবদান রাখছেন প্রযুক্তিবিশ্বের পরিবর্তনে।

2.সত্য নাদেলা
প্রধান নির্বাহী কর্মকর্তা, মাইক্রোসফট করপোরেশন
সত্য নাদেলা প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর মাইক্রোসফট আরও চাঙা হয়ে উঠছে। আমাজনের পরিষেবাগুলোকে তারা বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে। আর ক্লাউড সেবায় মাইক্রোসফটের অবস্থান এসে দাঁড়িয়েছে দুই নম্বরে। এমনকি তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড-ইন।
3.মার্ক বেনিঅফ
প্রধান নির্বাহী কর্মকর্তা, সেলসফোর্স ইনকরপোরেটেড
প্রযুক্তি খাতে ক্লাউড ব্যবসার অবস্থান এখন একেবারে শীর্ষের দিকে। আর সেলসফোর্স সে ব্যবসাটিই করছে। নেতৃত্বে আছেন মার্ক বেনিঅফ। ক্লাউড ব্যবসায়-ই তারা থেমে থাকেনি। পাশাপাশি কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবসার দিকেও ঝুঁকছে। আইবিএমের সঙ্গে মিলে তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। মার্ক বেনিঅফের আমলে সান ফ্রান্সিসকো শহরে নির্মাণ করা হচ্ছে সেলসফোর্স টাওয়ার, যা আগামী বছরে চালু হওয়ার কথা রয়েছে। যে টাওয়ারটি কিনা সান ফ্রান্সিসকো শহরের সবচেয়ে লম্বা ও ব্যয়বহুল ভবন হবে। এ ভবন তৈরিতে খরচ হচ্ছে ১০০ কোটি ডলার।
4.ল্যারি এলিসন
চেয়ারম্যান, ওরাকল করপোরেশন
সফটওয়্যার, হার্ডওয়্যার ও প্রোগ্রামিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওরাকল বলছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে তারা ৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এর জন্য এলিসন নাকি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখনো তারা অন্যান্য প্রতিষ্ঠানের মতো নতুন নতুন ব্যবসায় জড়াচ্ছে না। তাতেও নাকি বিনিয়োগকারীদের বেশ সাড়া পাচ্ছেন।
5.ডিয়ান্স গ্রিনি
জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট, গুগল ক্লাউড
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভিএম ওয়্যারের প্রতিষ্ঠাতা হিসেবে প্রযুক্তি ব্যবসা খাতে বেশ পরিচিতি পেয়েছিলেন ডিয়ান্স গ্রিনি। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানটি ডেল অধিগ্রহণ করে। এরপর তিনি গুগলে যোগ দেন। গুগলের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় বর্তমানে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এমনকি এই ব্যবসা খাতে আমাজনকে হারানোরও সাহস দেখাচ্ছেন তিনি। ডিয়ান্স গ্রিনি জনসমক্ষে বলছেন, ২০২২ সালে আমাজনকে পেছনে ফেলবে গুগল।

Post a Comment

Previous Post Next Post