আগে সম্পূর্ণ টিউনটি পড়ে নিবেন তার পরে কাজ শুরু করবেন। আজকে এই টিউনের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুকে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে। এছাড়াও জানতে পারবেন কে কে আপনাকে ব্লক মেরেছে। তাছাড়াও জানতে পারবেন কে কে তার নিজের আইডি ডিয়্যাক্টিভেট করে রেখেছে। উক্ত কাজগুলো করার সাথে সাথেই আপনি রিয়্যাল টাইম নটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে ঢুকে পড়ি,
এটি দেখার নিয়ম গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য একই। তো প্রথমে দেখাচ্ছি এর ফিচারগুলো গুগল ক্রোমে,
নিচের আমার ফেসবুকের স্ক্রিনশর্ট দেখতে পাচ্ছেন। এতে নটিফিকেশন, ম্যাসেজ ও ফ্রেন্ড রিকুয়েস্ট ছাড়াও অতিরিক্ত আরেকটা আইকোন দেখা আচ্ছে যেদি দিয়ে আপনি উক্ত অসাধ্য সাধন করতে পারবেন। 😆 তো সেখানে ক্লিক করছি,
Step:3 |
Step:2 |
Step:1 |