No title

গতকাল বুধবার অপো দেশের বাজারে নিয়ে এসেছে সেলফি এক্সপার্ট এফ ৩-এর কালো রঙের এক নতুন সংস্করণ। বাজারে এই স্মার্টফোন ছাড়ার ব্যাপারে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এটি স্টাইলিশ ফোন। মূলত গ্রাহকের স্টাইলে নতুন মাত্রা যোগ করতে এই স্মার্টফোনে স্টাইলিশ রূপ দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনের সামনে রয়েছে ডুয়েল ক্যামেরা। যার মধ্যে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল এবং গ্রুপ সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। আর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এতে আরও রয়েছে ১.৫ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। কালার ওএস ৩.০ নির্ভর অ্যান্ড্রয়েড ৬ পরিচালিত এই স্মার্টফোনে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট রম। ব্যাটারি ৩২০০ মিলি অ্যাম্পিয়ার। দাম রাখা হচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি
By mr.xahid

Post a Comment

Previous Post Next Post