বাজারে সি২৪এফজি৭০ এবং সি২৭এফজি৭০ মডেলের দুটি কিউএলইডি গেমিং মনিটর এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মনিটর দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন। এ সময় তিনি বলেন, গেম খেলার সময় প্রতিটি অংশের অভিজ্ঞতা অর্জনের জন্য গেমাররা (গেম খেলোয়াড়) মনিটরে উন্নত প্রযুক্তি প্রত্যাশা করেন। আমি নিশ্চিত গেমিং জগতে মনিটর দুটি নতুন ধারা তৈরি করবে। অনুষ্ঠানে স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান ফিরোজ মোহাম্মদ এবং প্রযুক্তি পণ্যটির দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এতে বক্তৃতা করেন।
এতে দাবি করা হয়, ১৮০০ আর ব্যাসার্ধ নিয়ে মনিটর দুটি বিশ্বের সবচেয়ে বেশি কার্ভড মনিটর। এতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ এমএস রেসপন্স টাইম সুবিধা। সি২৪এফজি৭০ ও সি২৭এফজি৭০—মনিটর দুটির দাম ৩৮ হাজার ৫০০ এবং ৪৯ হাজার ৫০০ টাকা।
Tags
News