যা করবেন:: কাজটি সহজে করতে চাইলে Computer এ গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করুন। অর্গানাইজার খুলে গেলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিন। তাহলে প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার তার বাম পাশে টিক চিহ্ন দিলেই ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনে সেটিকে কপি বা সরানোও যাবে।
Tags
Tips & Tricks