বইয়ের মত ভাঁজ করা যাবে আবার প্রয়োজনে খুলে ব্যবহার করা যাবে। এমনই একটি ট্যাব নিয়ে কাজ করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ট্যাবটি লেনোভোর ফলিও কনসেপ্ট সিরিজের।
লেনোভো তাদের এই কনসেপ্ট প্রকাশ করে গত বছরে। একবছর শেষে সেটি বাস্তবে রূপ দিতে যাচ্ছে। এই বছর অনুষ্ঠিত টেক ওয়ার্ল্ডে লেনোভো এই ট্যাবটি প্রদর্শন করা হবে।
নমনীয় ডিসপ্লের এই ট্যাবটিতে ৭.৮ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন হবে ১৪৪০x১৯২০ পিক্সেল। ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ চিপসেট থাকছে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে ট্যাবটি চলবে।
Tags
Technology