দেশের বাজারে ছাড়া হয়েছে হুইনের তারহীন কিউ ১১ কে মডেলের গ্রাফিকস ট্যাবলেট। এর সঙ্গে আছে ৮১৯২ পেন প্রেসার। গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে হুইনের পরিবেশক মাল্টিমিডিয়া কিংডমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ল্যাপটপটি ছাড়ার ঘোঘণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব সুব্রত সরকার, ঢাকা ট্রিবিউন-এর এডিটোরিয়াল কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম, টেকহিলের মুস্তাফিজুর রহমান, উন্মাদ ম্যাগাজিনের সহকারী সম্পাদক মোরশেদ মিশু।
মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে বলেন, ক্রেতাদের সন্তুষ্টি ও চাহিদার কথা মাথায় রেখে আমরা দেশের বাজারে গ্রাফিকস ট্যাবলেট নিয়ে আসছি।